মাতৃহারা শিশুকে বাঁচাতে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের চেষ্টা অব্যাহত
গেল ৬ সেপ্টেম্বর শুক্রবার জমস নামে এক শিশু জন্মগ্রহণ করেন। জন্মের সময় শিশুটির মা মারা যান।
ঘটনাটি ঘটে বান্দরবানের থানচি উপজেলার মিয়ানমার সীমান্ত ঘেঁষা রেমাক্রী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে দুর্গম মালুংগ্যা পাড়া। হরিনের দুধ খায়িয়ে শিশুটি বাঁচিয়ে রেখেছেন তার খালা।
মাতৃহারা শিশুটি কে বাঁচাবে শিরোনামে সংবাদ প্রকাশিত হলে স্থানীয় প্রশাসনের নজরে পড়েন এবং আমলে নেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ, প্রশাসন ও রেমাক্রী ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের যৌথ সমন্বয়ের দীর্ঘ ৯ দিন পর ঘটনাস্থল থেকে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টা নিয়ে আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ভর্তি করেন।
থানচি সদর থেকে ম্রংগং যেতে ইঞ্জিন বোটের দুই দিন সময় লাগে। স্বাস্থ্য কমপ্লেক্স’র উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. আছিপ উদ্দিন মিয়া, শিশুটিকে দেখতে যান।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ, আবাসিক চিকিৎসক ডা. আবদুল্লাহ আল নোমান নিবিড় পর্যবেক্ষণের পর শিশুটিকে চিকিৎসা ব্যবস্থা এবং নগদ ২৫ হাজার টাকাসহ বিভিন্ন সামগ্রী প্রদান করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, শিশুটিকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নেয়া হবে।