parbattanews

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা রাঙামাটি ডিসির

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভা

রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) একেএম মামুনুর রশীদ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বলেছেন, মাদক সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে।

বৃহষ্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ডিসি বলেন, কোন মাদকসেবি ও ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবেনা। পাহাড়ের আনাচে কানাচেও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ সময় তিনি রাঙামাটি জেলাকে মাদকমুক্ত করতে সকল জাতিগোষ্ঠী সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

এ সময় রাঙামাটি পুলিশ সুপার মো. আলমগীর কবির, রাঙামাটি জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আব্দুল হামিদ, রানী দয়াময় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষাক রণতোষ মল্লিক, রাঙামাটি কোতয়ালী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ও রাঙামাটি আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট প্রতিম রায় পাম্পু উপস্থিত ছিলেন।

Exit mobile version