parbattanews

মাদক ব্যবসায়ীদের দৌরাত্ব নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ সন্তোষ জনক

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

শিক্ষা, চিকিৎসা, যোগাযোগসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর সদস্যরা সবসময় কাজ করছে মন্তব্য করে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল কাজী শামশের উদ্দিন পিএসসি.জি বলেন, ইয়াবাসহ মাদক ব্যবসায়ীদের দৌরাত্ব নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে পদক্ষেপ গ্রহণ করেছেন তা সন্তোষ জনক।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা জোন সদরে অনুষ্ঠিত নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাটিরাঙ্গার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে প্রশাসন, নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল কাজী শামশের উদ্দিন পিএসসি.জি।

মতবিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষন কান্তি দাশ, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামসুল হক, মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমিতি সভাপতি মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওর্য়াড কাউন্সিলর মো. আবুল হাসেম ভুইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইমরুল কায়েস মেহেদী, জোনের আওতাধীন এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে ট্রাস্ট টেকনিক্যাল ট্রেইনিং ইনস্টিটিউট থেকে তিন মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষন শেষ করায় মো. রাশেদুল আলম রাজীব নামে এক প্রশিক্ষিত যুবকের হাতে সনদ তুলে দেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল কাজী শামশের উদ্দিন পিএসসি-জি।

Exit mobile version