মাদ‌ক সেবনের টাকা না পে‌য়ে নিজ ঘ‌রে আগুন ‌দিল যুুবক

fec-image

খাগড়াছ‌ড়ির মাটিরাঙ্গায় মাদ‌ক সেবনের টাকা না পে‌য়ে মধ‌্যরা‌তে নিজ বা‌ড়ি‌তে আগুন দি‌য়ে‌ছে রিয়াজুল মোল্লা (২৬) নামক এক মাদকাসক্ত যুবক।

শুক্রবার (৩০ আগস্ট) রাত সা‌ড়ে ১১টার দি‌কে পৌরসভার ৭নং ওয়ার্ড মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘ‌টে‌।

রিয়াজুল মোল্লা স্থানীয় দিনমজুর হারুন মোল্লার ছে‌লে।

হারুন মোল্লা জানান, ১ সন্তানের জনক মোটরসাই‌কেল চালক মাদকাসক্ত রিয়াজুল তার ছোট ছে‌লে। এক বছর আ‌গে চট্টগ্রাম মাদক নিরাময় কেন্দ্র থে‌কে‌ রিয়াজুলকে চিকিৎসা ক‌রে আনা হয়। এ‌তে ৬ মাস ভা‌লো‌ ছি‌লো। শুক্রবার সন্ধার দি‌কে তার নিকট দশ হাজার টাকা দা‌বি ক‌রে। দ‌রিদ্র পিতা টাকা দি‌তে অপারগতা জানা‌লে গ‌ভীর রাতে ঘ‌রে আগুন ধ‌রি‌য়ে দেয়। উপযুক্ত রাস্তা ও ধ‌লিয়া খা‌লের উপর ব্রিজ না থাকায় ফায়ার সা‌র্ভিসের গা‌ড়ি যে‌তে পারে নি। ত‌বে খবর পেয়ে সেনাবা‌হিনী ও পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌঁ‌ছে স্থানীরা সহ আগুন ‌নিয়ন্ত্রণে আ‌নে। ততক্ষ‌ণে বাড়ির সব পুড়ে ছাঁই হয়ে যায়। ক্ষয়ক্ষ‌তির প‌রিমাণ প্রায় সা‌ড়ে ৩ লক্ষা‌ধিক টাকা ব‌লে জানান রিয়াজুলের বাবা।

মা‌টিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ কমল কৃঞ্চ ধর ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, রিয়াজুল মোল্লা মাদকাসক্ত কিনা জানা নেই। তদন্ত সা‌পে‌ক্ষে পরবর্তী ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মাটিরাঙ্গা, যুবক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন