মানিকছড়িতে গৃহবধূর মরদেহ উদ্ধার

fec-image

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী গুচ্ছগ্রামে মিনজু আক্তার (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ৮টায় গুচ্ছগ্রামের বাড়ির পাশ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিনজু আক্তারের স্বামী মো. ফরহাদ ও দেবর মো. সোহাগকে পুলিশ হেফাজতে নেয়া হয়। নিহত মিনজু উপজেলার গোদাতলী এলাকার বাসিন্দা আহম্মদ নবীর মেয়ে ও দুই শিশু কন্যা সন্তানের জননী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে বাড়ির অদূরে ছোট আম গাছের নিচে মিনজুর লাশ নিয়ে বিলাপ করছিলেন স্বামী ফরহাদ। বিলাপ শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে স্বামী ফরহাদ জানান পারিবারিক কলহের জেরে মিনজু পাশে থাকা আম গাছে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। তবে নিহত মিনজুর বাবার পরিবারের সদস্যদের দাবি এটি আত্মহত্যা নয় বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মিনজুর স্বামী মাদকাসক্ত এবং পূর্ব থেকে চলে আসা পারিবারিক কলহের জেরেই স্ত্রীকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজাচ্ছেন।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান রুবেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে পুলিশ। তদন্তের পর জানা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মানিকছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন