parbattanews

মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীকে অর্ধলক্ষ টাকা জরিমানা

হালদার নদীর উজান মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা হালদা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের গোপনে খবরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ।

প্রশাসন সূত্রে জানা গেছে, দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বাংলার ঐতিহ্য “বঙ্গবন্ধু হেরিটেজ” হালদার নদীর উজান মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা এলাকায় অবৈধ পন্থায় বালু উত্তোলনের গোপন খবরে রবিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ।

এ সময় তিনি অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযুক্ত ব্যবসায়ী মো. আকতার হোসেনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ০৪ ধারার অপরাধে ১৫ ধারায় শাস্তি হিসেবে ৫০হাজার টাকা জরিমানা আদায় করেন।

Exit mobile version