parbattanews

মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটার দায়ে জরিমানা

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার পর উপজেলার ৪নং তিনটহরী ইউনিয়নের বড়ডলু মুসলিম পাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ।

এসময় তিনি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৫(১) ধারায় অপরাধ ও ১৫ ধারায় শাস্তি আওতায় আবদুর রশিদকে ৫০ হাজার টাকা ও অবৈধভাবে পাহাড় কাটার দায়ে নাজমা বেগমকে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এ ৬(খ) ধারায় অপরাধে ও ১৫(৪) ধারায় শাস্তির আওতায় ১০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানের সত্যতা নিশ্চিত করে রুম্পা ঘোষ বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটার দায়ে সংশ্লিষ্ট আইনে অভিযুক্ত দুই ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Exit mobile version