parbattanews

মানিকছড়িতে আগুনে ভস্মীভূত পরিবারে উপজেলা প্রশাসনের ত্রাণ সহায়তা

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার চেঙ্গুছড়া এলাকায় আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে ফজলুল হকের ঘর। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারে শীতবস্ত্র, টিন ও নগদ টাকা সহায়তা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলার তিনটহরী ইউপির ২নং ওয়ার্ড সদস্য মো. টিপু সুলতান জানান, এলাকার আবদুল আজিজের ছেলে মো. ফজলুল হকের বাড়িতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। এতে থাকার টিনসেট ঘরটি মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায়। ওই সময় ঘরে গৃহকর্তী ও তাঁদের প্রতিবন্ধী ছেলে ছিল। ঠিক কীভাবে আগুন ধরেছে সেটা ফজলুল হক কিংবা তার স্ত্রী অনুমান করতে পারেনি। আশেপাশে পানি না থাকায় প্রতিবেশীরা এসেও চেয়ে চেয়ে দেখতে হয়েছে। আগুনে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী তাৎক্ষণিক ওই ক্ষতিগ্রস্ত পরিবারকে কম্বল, ১ বান্ডেল টিন ও নগদ ৩০০০ টাকা সহায়তা দিয়েছেন।

Exit mobile version