parbattanews

মানিকছড়িতে আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে পুজা উদযাপন কমিটির সাথে প্রস্তুতিমূলক সভা করেছেন প্রশাসন।

সোমবার (১৯ অক্টোবর) বিকাল ৫টায় কেন্দ্রীয় সনাতন সমাজ কল্যাণ পরিষদ নেতা সজল বরণ সেন সভাপতিত্বে এবং সনাতন নেতা অজিত কুমার নাথ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম বাবুল।

অতিথি ছিলেন, ওসি তদন্ত মোঃ আমজাদ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী, এস.আই মোঃ আক্কাসসহ সাংবাদিক ও সনাতন নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বৈশ্বিক মহামারী করোনায় এবার সনাতনী মহোৎসব শারদীয় দূর্গাপূজা অনাড়ম্বর পরিবেশে সামাজিক ও স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করতে হচ্ছে। নিজস্ব স্বেচ্ছাসেবীর মাধ্যমে পূজাস্থলে দর্শনার্থী আসা-যাওয়ায় তদারকি বৃদ্ধির পাশাপাশি প্রশাসনিক নজরদারীতে শারদীয় দূর্গাপূজা সম্পন্ন করার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

পরে সভাপতি সজল বরণ সেন সমাপনী বক্তব্যে বলেন, ধর্ম যার যার, উৎসব সবার এই প্রতিপাদ্যে মপনেই আমরা অতিতের ন্যায় মানিকছড়ির তিনটি পূজা মন্ডবে শারদীয় দুর্গোৎসব পালন করা হবে। এতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন।

Exit mobile version