মানিকছড়িতে ইয়াবাসহ আটক-২


খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদর থেকে প্রায় ৭ কিলোমিটার দুর বাটনাতলী ইউনিয়নে ইয়াবাসহ দুইজনকে আটক করে যৌথ বাহিনী।
রোববার (৮ মার্চ) রাতে তাদের ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন মো: পারভেজ(১৮) পিতা: মৃত আ: হাকিম,গ্রাম: সিকদার খিল (হেয়াকো) থানা : ভোজপুর জেলা: চট্টগ্রাম।মো: সাইফুল ইসলাম (১৮)পিতা : মোঃ নজরুল ইসলাম গ্রাম: শিকদার খিল(হেয়াকো)থানা : ভোজপুর জেলা: চট্টগ্রাম।
তাদের সঙ্গে থাকা নাম মো: ইউনুছ মিয়া (১৮)পিতা: মোঃ শাহজাহান মিয়া,গ্রাম: ঢাকাইয়া শিবির, থানা: মানিকছড়ি জেলা: খাগড়াছড়ি। মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়।
স্থানী ইউপি সদস্য মোঃ আবু তাহের মাসুদ মেম্বার জানান গোপন সংবাদ ভিত্তিতে জানা যায়, মোটর সাইকেল যোগে হেয়াকো হতে বাটনাতলি ঢাকাইয়া শিবির ইয়াবা আসতেছে। ঠিক তখনি স্থানীয় লোকজন নিয়ে মোটর সাইকেলের পথ গতিরোধ করি। মোটর সাইকেলে থাকা যাত্রীদের পরিচয় জানতে চাইলে একজন পালিয়ে যায়।
তখন বাটনাতলী ক্যাম্প থেকে যৌথবাহিনীকে খবর দিলে তারা এসে মোটর সাইকেলে থাকা যাত্রীদের তল্লাশি করে ২০ পিচ ইয়াবা পাওয়া গেলে দু‘জনকে আটক করা হয়। একজন পালিয়ে যায়।
ঘটনাটি মানিকছড়ি থানাকে জানানো হলে এসআই ইউসুফ এর নেতৃত্বে আটককৃত ব্যক্তিদের মানিকছড়ি থানায় নিয়ে যাওয়া হয়।
আটককৃত ব্যক্তিদের কাছে ১টি মোটর সাইকেল ৪ টি মোবাইল পাওয়া যায় ইয়াবা ডেলিভারি একটি স্লিফ পাওয়া যায়।
আটকের বিষয় মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি আমির হোসেন নিশ্চত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুত্তি চলছে।