parbattanews

মানিকছড়িতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে একজন

এসএসসি পরীক্ষা-২০ এর ফলাফলে এবার মানিকছড়িতে গড় পাশের হার কিছুটা বেড়েছে। একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ না পাওয়ায় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান গিরিকলি কিন্ডার গার্টেন এন্ড পাবলিক স্কুলে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার সৌভাগ্য অর্জন করেছে।

মানিকছড়ি উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসপি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে এক হাজার শিক্ষার্থী। এর মধ্যে পাশ কেরেছ সাতশত জন। অকৃতকার্য তিনশত জন। পাশের হার ৭১.৭৬%।

উপজেলার একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ না থাকায় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান গিরিকলি কিন্ডার গার্টেন এন্ড পাবলিক স্কুলের একজন শিক্ষার্থী কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের নামে পরীক্ষায় অংশ গ্রহন করে জিপিএ-৫ পেয়েছে।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণকারী আটটি প্রতিষ্ঠানের মধ্যে রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ১০২ জনে পাশ করেছে ৮৫জন। পাশের হার ৮৩.৩৩%। তিনটহরী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ১৯৩ জনে পাশ করেছে ১১৮জন। পাশের হার ৬১.১৪%।

মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ৯৪ জনে পাশ করেছে ৭৪জন। পাশের হার ৭৮.৭২%। কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ২৯০জনে পাশ করেছে ২০০জন। পাশের হার ৬৮.৯৭%। যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ৮৭ জনে পাশ করেছে ৫৮জন। পাশের হার ৬৬.৬৭%।

ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষাথী ৯৪ জনে পাশ করেছে ৬০জন। পাশের হার ৬৩.৮৭%। বড়ডলু উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ৬৫ জনে পাশ করেছে ৫৬জন। পাশের হার ৮৬.১৫%। বাটনাতলী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ৭৫ জনে পাশ করেছে ৪৯জন। পাশের হার ৬৫.৩৩%।

আট শিক্ষা প্রতিষ্ঠানে গড় পাশের হার দাঁড়িয়েছে ৭১.৭৬%।

Exit mobile version