মানিকছড়িতে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্প্রচার ও আলোচনা সভা

fec-image

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় প্রশাসনিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সম্প্রচার এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরীসহ প্রশাসনিক সকল কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিরা।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

এর আগে সকাল ৯টায় উপজেলা আ.লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীনের উপস্থিতিতে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এদিকে উপজেলার তিনটহরী উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সম্প্রচার করে শিক্ষার্থীদের শুনানো হয় এবং এ বিষয়ে শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুদিপ কুমার নাথসহ অন্যান্য শিক্ষকেরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ৭ মার্চ, মানিকছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন