parbattanews

মানিকছড়িতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি অভিযোগে জরিমানা

মানিকছড়িতে লোকালয়ে শতাধিক চুলায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে বিক্রি করার অপরাধে দেই ব্যবসায়ীকে জরিমানা ও কয়লার চুলা ধ্বংস করার নিদের্শনা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার ডাইনছড়ি মাস্টার ঘাটায় কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরির অভিযোগে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ । এ সময় মাস্টারঘাটা এলাকায় শতাধিক চুলায় কয়লা পুড়িয়ে বাজারজাত করার দৃশ্য দেখে ব্যবসায়ী মো. নজির আহমদ ও মো. আবদুর রাজ্জাককে ১০,০০০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া আগামী ১ মাসের মধ্যে সকল চুলা গুটিয়ে নিতে নিদের্শনাও দেওয়া হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ জরিমানা আদায়ের বিষয়টি স্বীকার করে বলেন, লোকালয়ে এভাবে আইন বর্হিভূত কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ফলে পরিবেশ মারাক্ত দূষিত হচ্ছে। বন সম্পদ ধ্বংসের পাশাপাশি পরিবেশ দূষিত করায় সকল কয়লা চুলা আগামী ১ মাসের মধ্যে বন্ধ করতে নিদের্শনা দেওয়া হয়েছে।

Exit mobile version