parbattanews

মানিকছড়িতে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি ও প্রতিষ্ঠান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

কালবৈশাখীর প্রথম ছোবলে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় নড়বড় ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার পর ঘন্টাব্যাপী ঝড়-তুফানে কালবৈশাখীর তান্ডবের খন্ড চিত্র জানান দিয়ে গেছে। এ সময় উপজেলার কালাপানি, যোগ্যাছোলা,গোরখানা,তুলাবিল বড়বিল,ডাইনছড়ি, বাটনাতলী, গাড়ীটানা, তিনটহরী, গচ্ছাবিল, হাতিমুড়া, ওসমানপল্লী, মলঙ্গীপাড়া, রাঙ্গাপানি, একসত্যাপাড়াসহ বিভিন্ন এলাকায় নড়বড়ে ঘর, মুরগীর খামার, রান্নাঘরের ছাল, ফলের গাছ-পালা উপড়ে পড়েছে।

গোরখানা শাহানশাহ,হক ভান্ডারী সুনিয়া দাখিল মাদরাসার একটি ঘর ভেঙ্গে পড়েছে। এছাড়াও ছোটখাট অর্ধশত ঘর-দরজার বেড়া ও টিন উড়িয়ে নিয়ে গেছে বৈশাখী ঝড়ে। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তহিদ উদ জামান বলেন, কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত কোন তথ্য বিকেল পর্যন্ত আমরা পাইনি। জনপ্রতিনিধিরা এ বিষয়ে তথ্য-উপাত্ত দিলে আমরা সেগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী মো. জিয়া উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ঝড়ে চট্টগ্রাম হাটহাজারী -খাগড়াছড়ি ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের পিলার ভেঙ্গে এবং বিভিন্নস্থানে প্রচুর ডাল-পালা ও গাছ উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় লাইন মেরামতে কাজ চলছে। বিদ্যুৎ পেতে সন্ধ্যা পেরিয়ে যেতে পারে।

Exit mobile version