মানিকছড়িতে গাঁজাসহ আটক ১

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা এলাকায় সেনা অভিযানে ৩ কেজি গাঁজাসহ ১ ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার ৪ মার্চ সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে ৩ ফিল্ড রেজি. আর্টিলারীর সিন্দুকছড়ি জোনের মানিকছড়ি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুল বারীর নেতৃত্বে একটি টহল উপজেলার যোগ্যাছোলা নামক স্থানে গমন করে ৩ কেজি গাঁজাসহ ব্যাবসায়ী মো. রাসেল মিয়াকে(২৫) আটক করেন।
আটককৃত ব্যক্তি ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা এলাকার মৃত. মো. সোলাইমান আলমের ছেলে।
পরে উদ্ধারকৃত গাঁজা ও আটক ব্যক্তিকে রাত ১০ টায় মানিকছড়ি থানায় সোর্পদ করা হয়েছে।
থানা উপ-পরিদর্শক (এস.আই) আওলাদ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
ঘটনাপ্রবাহ: আটক, গাঁজা, মানিকছড়ি
Facebook Comment