মানিকছড়িতে গুদামের তালা ভেঙে ১৪ লাখ টাকার মালামাল চুরি

fec-image

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা সদর রাজবাজারে মের্সাস মজুমদার স্টোরের গুদামের তালা ভেঙ্গে ৩৭ কার্টুন মেরিজ সিগারেট লুটে নিয়েছে একটি সংঘবদ্ধ চোর চক্র। এতে মালিকের প্রায় ১৪ লাখ টাকার মাল ও অর্থ খোয়া গেছে ।

পুলিশ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সূত্রে জানা গেছে, উপজেলা সদর রাজবাজারের ব্যবসায়ী প্রয়াত জীবন মজুমদারের মের্সাস মজুমদার স্টোর পরিচালনা করেছেন তাঁর স্ত্রী লাভলী মজুমদার। চাউল ব্যবসার পাশাপাশি আকিজ বিড়ি, মেরিজ সিগারেটসহ বিভিন্ন মালামালের পাইকার হিসেবে বাজারের অদূরে মুসলিমপাড়া প্রাথমিক বিদ্যালয়র সামনে গ্রামীণ টাওয়ার সংলগ্ন পাকা ভবনে সিগারেটের গুদাম। ১২ জুন ভোর রাতের কোন এক সময় ভবনের মূল ফটকের পাশাপাশি পরপর আরও দুইটি কক্ষের তালা ভেঙে ৩৭ কার্টুন মেরিজ সিগারেট, (যার বাজার মূল্য ১৩ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা) ও নগদ ৪২ হাজার টাকা লুটে নেয় চোর চক্র।

সকালে ম্যানাজার রুবেল হোসেনসহ বিক্রয় প্রতিনিধিরা এসে দেখেন মূল ফটকের তালা ভেঙে একে একে আরও দুইটি কক্ষের তালা ভাঙ্গা! ঘরে প্রবেশ করে দেখেন ৩৭ কার্টুন (৩ লাখ ৭০ হাজার সিগারেট) যার বাজার মূল ১৩ লাখ ৫৪ হাজার ৫০০টাকার সিগারেট ও নগদ ৪২ হাজার টাকা চুরি করে নেয় চোর চক্র!

পরে বিষয়টি থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে ম্যানাজারসহ সংশ্লিষ্ট বিক্রয় প্রতিনিধিদের জিজ্ঞাসাবাদ করেন। প্রয়াত জীবন মজুমদারের স্ত্রী লাভলী মজুমদার বলেন, আমার স্বামী ও একমাত্র পুত্রের অকাল মৃত্যুর পর ব্যবসায়িক লেনদেনসহ নানা বিষয়ে মানুষজন আমাকে হয়রানি করেছে। এরই মাঝে রাতের আধাঁরে অজ্ঞাত চোর চক্র আমাকে নিঃস্ব করতেই গুদামের তালা ভেঙে সব লুটে নিল! আমার খোয়া যাওয়া মালামাল উদ্ধারে পুলিশের হস্তক্ষেপ চাই।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মোহাম্মদ শাহনূর আলম বলেন, বাজারের অদূরে অরক্ষিত জায়গায় এভাবে ব্যবসায়িক মালামাল গুদামজাত করা ঠিক হয়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মানিকছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন