parbattanews

মানিকছড়িতে চাঁদাবাজীকালে জেএসএস চাঁদাবাজ আটক

নিজস্ব প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে উচিমং মারমা(২৪) নামের এক পাহাড়ী চাঁদাবাজকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার সকাল পৌণে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আটককৃত উচিমং মারমা রাঙাপানি এলাকার কংচাই মারমার পুত্র। সে পেশায় মটর বাইক চালক। চলতি বছর গিরিমৈত্রি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে সে।

সূত্র জানিয়েছে, উচিমং মারমা সকাল পৌণে ১০ টার দিকে এসে মানিকছড়ি বাজারের জমজম স্টোর দোকানে গিয়ে ১ হাজার টাকা চাঁদা দাবী করে। এসময় স্থানীয় জনতা তাকে আটক করেছে।

জিজ্ঞাসাবাদে উচিমং মারমা জানায়, লক্ষ্ণিছড়ি থেকে সাচিং মারমা নামের এক ব্যক্তি জমজম স্টোর থেকে তাকে চাঁদা নিতে পাঠায়।

জমজম স্টোরের মালিক মো. মিজান জানায়, সাচিং মারমা নামের এক ব্যক্তি গত তিন দিন ধরে তাকে ১ হাজার টাকা চাঁদা দেয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। টেলিফোনে সাচিং মারমা নিজেকে জেএসএস সদস্য বলে পরিচয় দেয়।

কিন্তু মানিকছড়ি উপজেলা জেএসএস নেতৃবৃন্দ এই চাঁদাবাজির সাথে তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

জনতা উচিমং মারমাকে মানিকছড়ি থানা পুলিশে হস্তান্তর করেছে।

Exit mobile version