parbattanews

মানিকছড়িতে তামাক চাষীর বিকল্প জীবিকায়ণে আলু বীজ ও সার বিতরণ

হালদা নদীর উজানস্থল মানিকছড়িতে তামাক চাষীর বিকল্প জীবিকায়ণে সহায়তা অংশ হিসেবে উন্নত জাতের আলু বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হল রুমে হালদা পাড়ের কৃষকের মাঝে উন্নত জাতের আলু বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ।

এ সময় আইডিএফ এরিয়া ম্যানাজার মো. আবুল কালাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম মজুমদার, আইডিএফ হালদা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. সজীব হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, আইডিএফ হালদা প্রকল্পের জুনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম ও জুনিয়র কৃষি কর্মকর্তা থুই অং প্রু মারমা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৪০জন চাষীর মাঝে ৩১ কেজি হারে উন্নত জাতের আলু বীজ, তিন রকমের ২২ কেজি সার, ১টি করে সিকেসার বিতরণ করা হয়।

Exit mobile version