মানিকছড়িতে নতুন ভবনে সোনালী ব্যাংক কার্যক্রম উদ্বোধন

fec-image

মানিকছড়ি উপজেলায় সোনালী ব্যাংক লিমিটিড এর কার্যক্রম নতুন ভবনে স্থানান্তর উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুন) সকাল ১১টায় মানিকছড়ি বাজারে নতুন ভবনে ব্যাংকের প্রিন্সিপাল অফিস রাঙ্গামাটির ডেপুটি জেনারেল ম্যানাজার মো. নুরুন নবী’র সভাপতিত্বে এবং মানিকছড়ি শাখার ব্যবস্থাপক সাধন বিকাশ চাকমার স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চট্টগ্রাম জেনারেল ম্যানেজার কার্যালয়ের জেনালের ম্যানাজার মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহনূর আলম, বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল, সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান এম.কে. আজাদ, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, উপজেলা ফার্নিচার ব্যবসায়ী সমিতির সভাপতি নিপ্রু মারমা, প্রেসক্লাব, গ্র্যাজুয়েট ফোরাম ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবদুল মান্নান, ইউপি সদ্য মো. কামাল হোসেনসহ সোনালী ব্যাংক খাগড়াছড়ির বিভিন্ন শাখা ব্যবস্থাপক।

ব্যাংক নতুন ভবনে স্থানান্তর অনুষ্ঠানের শুরুতে অতিথিরা ফিতা কেটে ব্যাংকে প্রবেশ করেন এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি জানান, স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রাম বাংলার সবুজ-সোনালী পরিবেশের কথা চিন্তা করেই এই ব্যাংকের নামকরণ করেন। বর্তমানে সারা দেশে ১ হাজার ২শত ২৭টি শাখায় অনলাইন কার্যক্রমের মাধ্যমে ব্যাংকের কার্যক্রম জনবান্ধন করার প্রত্যয় নিয়ে ব্যাংক এগিয়ে যাচ্ছে। আর এই ব্যাংকের সকল আয় সরকারী কোষাগারে (রাজস্ব ফান্ডে) জমা হয়। তাই দেশের উন্নয়নে সোনালী ব্যাংকের সাথে থাকার জন্য ব্যবসায়ী, কৃষিজীবি, জনপ্রতিনিধি, চাকুরীজীবিসহ সকল মানুষকে স্বমহিমায় সেবাদানে সোনালী ব্যাংক লিমিটিড বদ্ধপরিকর। পরে সভাপতির সমাপনী বক্তব্য শেষে সকলে মধ্যাহ্নভোজে মিলিত হন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মানিকছড়ি, সোনালী ব্যাংক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন