মানিকছড়িতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

fec-image

থানা পুলিশের উদ্যোগে মানিকছড়ি উপজেলার চার ইউনিয়নে একযোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও সুধীজনরা অংশ নিয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ১ নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদ মাঠ থেকে কর্মসূচি উদ্বোধন করা হয়। এ সময় অফিসার ইনচার্জ আমির হোসেন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলামসহ জনপ্রতিনিধি, স্কুল-কলেজ শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

পরে যোগ্যাছোলা, তিনটহরী ও বাটনাতলী ইউপিতে একই লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে বিট পুলিশিং সমাবেশ করেন থানা পুলিশ। সেখানে পুলিশ ইনচার্জ আমির হোসেন, তদন্ত মো. আমজাদ হোসেনসহ ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, মো. আবুল কালাম আজাদ, মো. শহীদুল ইসলাম মোহনসহ সকল ইউপি সদস্য ও সুধীজনরা উপস্থিত ছিলেন। পুলিশের এমন মহতি উদ্যোগ দেখে স্বস্থি প্রকাশ করেছেন সাধারণ জনগণ ও জনপ্রতিনিধিরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ধর্ষণ, নির্যাতন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন