parbattanews

মানিকছড়িতে পরিবার পরিকল্পনা গ্রহীতা মেলায় সেবা নিয়েছেন ৫৭ জন নারী

সারাদেশে পরিবার পরিকল্পনা সেবা বৃদ্ধির লক্ষে বগুড়া, টাঙ্গাইল ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় ১৩-১৫ সেপ্টেম্বর ৩ দিনব্যাপি গৃহীত পরিবার পরিকল্পনা গ্রহীতা মেলায় মানিকছড়ি উপজেলায় সেবা নিয়েছেন ৫৭ নারী।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, “ছেলে হোক, মেয়ে হোক, দুইটি সন্তানই যথেষ্ট” এই স্লোগানে পরিবার পরিকল্পনা বিভাগের চলমান সেবা কার্যক্রম বেগবান করার লক্ষে বগুড়া, টাঙ্গাইল ও খাগড়াছড়ি জেলায় ১৩-১৫ সেপ্টেম্বর ৩ দিনব্যাপি পরিবার পরিকল্পনা গ্রহীতা মেলা অনুষ্ঠিত হয়। এরই অংশ হিসেবে মানিকছড়ি উপজেলায় এই গ্রহীতা মেলায় সেবা নিয়েছেন ৫৭ জন। এদের মধ্যে স্থায়ী পদ্ধতি (মহিলা) ২ জন। দীর্ঘমেয়াদী পদ্ধতি ইমপ্ল্যান্ট ৪৩ জন, আইইউডি ১২ জন।

সেবা কার্যক্রমে উদ্বোধনে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এমরান হোসেন চৌধুরী। অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাফিজ উদ্দিন পার্বত্যনিউজকে বলেন, পরিবার পরিকল্পনা সেবার আওতায় খাগড়াছড়ি জেলার ৯ উপজেলার ন্যায় মানিকছড়িতেও গত ৩ দিনে আমরা তিন পদ্ধতি স্থায়ী, দীর্ঘমেয়াদী ও ইমপ্ল্যান্টে সেবা দিয়েছি ৫৭ জনকে। এছাড়াও পরিবার পরিকল্পনা সেবার নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে।

Exit mobile version