মানিকছড়িতে পাসের হার ৬৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৯ জন


মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষা-২২ এর ঘোষিত ফলাফলে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি দাখিল মাদরাসায় ১০০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন জিপিএ-৫ পেয়েছেন। গড়ে পাস করেছেন ৬৮ শতাংশ।
উপজেলার দুইটি পরীক্ষা কেন্দ্রে ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮৯৩ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ -৫ পেয়েছেন ১৮ জন। গড়ে পাস করেছেন ৭৬ শতাংশ। এর মধ্যে রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯০.৬৭ শতাংশ জিপিএ-৫ পেয়েছেন ৮ জন, বড় ডলু উচ্চ বিদ্যালয়ে ৮৪.৪৪ শতাংশ, জিপিএ-৫ একজন, যোগ্যছোলা উচ্চ বিদ্যালয়ে ৮৩.৯৫ শতাংশ জিপিএ-৫ তিনজন, ডাউনছড়ি উচ্চ বিদ্যালয়ে ৮০.৯৫ শতাংশ, জিপিএ-৫ একজন, বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭৮.৭৯ শতাংশ, জিপিএ-৫ একজন, তিনটহরী উচ্চ বিদ্যালয়ে ৭৫ শতাংশ, জিপিএ-৫ একজন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে ৬৪.১০ শতাংশ জিপিএ-৫ তিনজন ও বাটনাতলী উচ্চ বিদ্যালয়ে ৫১.৮৫ শতাংশ পাস করেছেন।
অন্যদিকে ৩টি দাখিল মাদরাসায় গড়ে পাস করেছেন ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ জন। এর মধ্যে চেঙ্গুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় পাসের হার ৮৫.২৯ শতাংশ জিপিএ-৫ পেয়েছেন ১ জন, মানিকছড়ি ইসলামীয়া দাখিল মাদরাসায় ৫৩. ৮০ শতাংশ ও গাড়িটানা দাখিল মাদরাসায় ৪২ শতাংশ। ভোকেশনালে পাস ৯০.৬২ শতাংশ। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.লিয়াকত আলী।