parbattanews

মানিকছড়িতে প্রথম করোনা প্রতিষেধক ভ্যাকসিন নিলেন মহি উদ্দীন

বৈশ্বিক মহামারী করোনার প্রতিষেধক ভ্যাকসিন টিকার দীর্ঘ প্রতিক্ষার পর আজ টিকা গ্রহণ শুরু হয়েছে। মানিকছড়িতে প্রথম টিকা গ্রহণ করলেন সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মো. মহি উদ্দীন।

সকাল পৌনে ১১টায় হাসপাতালের পুরাতন ভবনে করোনা প্রতিষেধক ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়।

উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ইউএনও তামান্না মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রতন খীসা, সহকারী কমিশনার ( ভূমি) রিফাত আসমা, অফিসার ইনচার্জ আমির হোসেন এর উপস্থিততে প্রথম টিকা গ্রহণ করলেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মো. মহি উদ্দীন।

এ সময় সকল চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। এরপর আরএমও, গাইনী চিকিৎসক, অফিসার ইনর্চাজসহ অনেকে দুপুর পর্যন্ত প্রায় ১৫ জন টিকা গ্রহণ করেছেন।

Exit mobile version