parbattanews

মানিকছড়িতে বালু মহালে ৭০ হাজার টাকা জরিমানা

মানিকছড়িতে কৃষি জমিতে সাদা বালু উত্তোলনের সংবাদ প্রকাশের পর ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এক ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে।

২৮ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ উপজেলার ডেপুয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় কৃষি জমি থেকে সাদা বালু উত্তোলনের দায়ে মো. ইউনুছ মিয়া, পিতা-আবদুর রহিম, সাং ডেপুয়াপাড়াকে অবৈধভাবে কৃষি জমি থেকে সাদা বালু তোলার অপরাধে ৭০০০০ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ বলেন, অবৈধভাবে কৃষি জমি থেকে বালু তোলার সত্যতা পাওয়ায় অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধভাবে পাহাড় কাটা বা বালু তোলার সুযোগ কাউকে দেওয়া হবে না।

Exit mobile version