মানিকছড়িতে বিদ্যুতের লোডশেডিং ও ভুইঁফোড় বিলের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

fec-image

মানিকছড়িতে ঘন ঘন লোডশেডিং, রিডিং বহির্ভুত ভুইঁফোড় বিলে বিদ্যুৎ গ্রাহকরা অতিষ্ঠ। ফলে ব্যবসায়ীরা রবিবার বিকাল সাড়ে ৩টায় মানববন্ধনে এসে অভিযোগ করে বলেন, দিনে গড়ে ২/৪ ঘন্টা লোডশেডিং, বছরের পর বছর রিডিং বহির্ভুত বিল, বিদ্যুৎ লাইন সংযোগে ৫/১০ হাজার টাকা, আবাসিক মিটারে বাণিজ্যিক অটো রিক্সা চার্জ, প্রতিবাদ করলে মিটার পরিবর্তনে বাধ্য করাসহ নানা অভিযোগে গ্রাহকরা আজ অতিষ্ঠ । আমরা বিদ্যুৎ বিভাগের লাগামহীন দুর্নীতির বিচার চাই ।

৫ সেপ্টেম্বর (রবিবার) বিকাল সাড়ে ৩টায় বিদ্যুৎ বিভাগের গ্রাহক হয়রানীর প্রতিবাদ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে বাজারের শতশত ব্যবসায়ীরা খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আমতলায় মানববন্ধন করেন। এর আগে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল নিয়ে মানববন্ধনে সমবেত হন। পরে ব্যবসায়ীরা মিছিল নিয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও করতে গেলে পুলিশ ও সেনাবাহিনী ব্যারিকেট দিলে বিদ্যুৎ অফিসের সামনে রাস্তায় দাঁড়িয়ে বক্তব্য রাখেন বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি রুপেন পাল, সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম, তুষার পাল।

মানববন্ধনে ব্যবসায়ীরা ব্যানারের পাশাপাশি ভুইঁফোড় বিলের কপি হাতে নিয়ে বিদ্যুৎ অফিসের লাগামহীন দুর্নীতির প্রতিবাদ ও সংশ্লিষ্টদের বদলীসহ দুর্নীতির বিচার দাবি করেন। এ সময় এই আন্তঃজেলা সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ব্যবসায়ী প্রতিনিধিরা আবাসিক প্রকৌশলী মো. জিয়া উদ্দীন এর সাথে বৈঠক করেন।

এ সময় আবাসিক প্রকৌশলী জানান, উন্নয়ন কাজ চলমান থাকায় বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। খুব শিগগিরই প্রি মিটার চালু হচ্ছে। এতে অতিরিক্তি বিলের বিষয়টি এড়ানো যাবে। এছাড়া ১জন মিটার রিডার সাড়ে সাত হাজার গ্রাহকের দ্বারে দ্বারে প্রতিমাসে যাওয়া কঠিন বলেও তিনি ব্যবসায়ী প্রতিনিধিদেরকে অবহিত করেন। গ্রাহকের দাবীকৃত সকল বিষয়ে বিদ্যুৎ বিভাগ আরো সতর্ক হবে বলে আশ্বস্থ করেন। প্রায় ১ঘন্টা পর ৪.৫০মিনিটে সড়কে যান চলাচল শুরু হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন