parbattanews

মানিকছড়িতে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

মানিকছড়িতে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন উপলক্ষে ৩০ আগস্ট সকালে এক উদ্বোধনী সভা অনুষ্টিত হয়।

রবিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় মানিকছড়ি বাজারে ভান্তে ভবনের দ্বিতীয় তলায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এজেন্ট ব্যাংকিং শাখার পরিচালক এসএম.জহির উদ্দীন বিল্লাল।

প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এমএ. রাজ্জাক, সদর ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আতিউল ইসলাম, বাজার পরিচালনা কমিটির সভাপতি রুপেন পাল, ব্যবসায়ী এসএম. রবিউল ফারুক, ব্যাংক এশিয়ার জেলা শাখা ম্যানাজার দেবাশীষ কুমার রায়, উপজেলা ব্যাংক এশিয়ার কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, থানা প্রতিনিধি এসআই মিশন চৌধুরী প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জেলা ব্যাংক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশে জনগণের দৌড়গোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ব্যাংক এশিয়া তৃণমূলে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করেছে।

পরে অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বলেন, সরকার জনগণের সকল সুযোগ- সুবিধা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। এক যুগ আগে তৃণমূলে এসব সুবিধা ছিল না। আজ সাধারণ জনগণ ঘরে বসে রাষ্ট্রের সকল সুবিধা ভোগ করতে পারছে।

একে একে মানিকছড়িতে চারটি বেসরকারি ব্যাংক গ্রাহক সেবা দিচ্ছে। এটাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ডিজিটাল সেবার উপকারীতা।

অনুষ্ঠানের আগে অতিথিরা ফিতা কেটে এবং পরে মোনাজাতের মধ্য দিয়ে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন হলো।

Exit mobile version