parbattanews

মানিকছড়িতে ভূয়া ম্যাজিস্ট্রেট আটক

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে মানিকছড়ির আইসক্রীম ফ্যাক্টরীতে অভিযান পরিচালনা মামলার পলাতক আসামী মো. মোসলেম উদ্দীন(৩৮)কে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিলে মানিকছড়ি, ফটিকছড়ি ও চট্রগ্রামের বিভিন্নস্থানে মো. মোসলেম উদ্দিন পিতা. মৃত মুছা মিয়া সাং নীমতলা, বন্দর এলাকা, চট্রগ্রামসহ ৪ ব্যক্তি নিজেদেরকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে দোকান-পাটে জরিমানা করার এক পর্যায়ে মানিকছড়ির জনসাধারণ তাদের আটক করলে মো. মোসলেম উদ্দিন পালিয়ে যায়।

পরে পুলিশ অন্য ৪ জনের বিরুদ্ধে মামলা রুজু করে ৩জনকে জেল হাজতে প্রেরণ করে। গতকাল ওই মামলার আই.ও এস.আই মো. তোফায়েল আহম্মদ চট্রগ্রামে গিয়ে পলাতক মো.মোসলেম উদ্দিনের আটক করে থানায় নিয়ে আসে। কাল তাকে জেল হাজতে প্রেরণ করবে বলে তিনি জানান।

Exit mobile version