parbattanews

মানিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতে মাদকাসক্ত যুবককে কারাদণ্ড

মানিকছড়ি উপজেলার সাপমারা এলাকার মো. রফিক মিয়ার মাদকাসক্ত ছেলে নুর হোসেন (৩০) মদপানে মাতাল হয়ে পিতা-মাতা ও স্ত্রীকে মারধর করায় গ্রামবাসী তাকে আটক করার খবরে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সরজমিনে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) রুম্পা ঘোষ জানিয়েছেন, উপজেলার সাপমারার মো. রফিক মিয়ার মাদকাসক্ত ছেলে নুর হোসেন প্রায় সময় মদপানে মাতাল হয়ে পিতা-মাতা ও স্ত্রীকে মারধর করেন! ২৩ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টায় আবারও মদপানে পরিবারের সবাইকে মারধর করায় অভিযোগে সরজমিনে গিয়ে তাকে মাদকাসক্ত অবস্থায় আটক করা হয় এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক ওই মাদকাসক্ত যুবক নুর হোসেন(৩০)কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারাদণ্ড যুবককে আজ (শুক্রবার) জেল হাজতে প্রেরণ করা হবে।

Exit mobile version