মানিকছড়িতে মুজিববর্ষ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

fec-image

মুজিববর্ষে মানিকছড়িতে আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেন ক্রিড়া সংগঠন আর্দশ যুব সংঘ। ১৫টি দলের অংশগ্রহণে পরিচালিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় নব জাগরণ- একতা যুব সংঘের খেলায় চ্যাম্পিয়ন একতা ও রানারআপ নবজাগরণ।

 বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় টস জিতে ব্যাটিং করেন নবজাগরণ। ১৩ ওভারের খেলায় ৯ উইকেটে হারিয়ে তাদের সংগ্রহ ৯৯ রান। জবাবে একতা যুব সংঘ ৯ ওভারে ৫ উইকেটে ১০৩ রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করেন।

খেলা শেষে পুরস্কার বিতরণে অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ, যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রূ মারমা নিলয়, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, যুগ্ন সাধারণ সম্পাদক মো. মনির হোসেন,আর্দশ যুব সংঘের সভাপতি মো. সুমন মিয়া, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন।

খেলায় বিজয়ী দল একতা যুব সংঘকে ট্রপি ও ৮০০০ টাকা প্রাইজমানি এবং রানারআপ বা বিজিত দল নবজাগরণকে ৫০০০ টাকা প্রাইজমানিসহ সেরা ব্যাডসম্যান ( ইমরান- একতা), সেরা বোলার ( তারেক-নবজাগরণ)ও সেরা প্লেয়ার (বনফুল- ইমরান) কে পুরস্কৃত করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন