মানিকছড়িতে যুব মহিলা লীগের কমিটি গঠন
বাংলাদেশ যুব মহিলা লীগের কমিটি গঠনকল্পে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় যুব মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুব মহিলা লীগের ৫১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে সভানেত্রী, সম্পাদিকাসহ ৮ সদস্যের নাম ঘোষণা করে আংশিক কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১২ফ্রেরুয়ারি) বিকেল ৩টায় উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে উপজেলা মহিলা লীগের সভাপতি নূর নাহারের সভাপতিত্বে যুব মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, খাগড়াছড়ি জেলা মহিলা লীগের সভানেত্রী বিউটি রানী ত্রিপুরা, সম্পাদিকা বিলকিস বেগম, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন প্রমুখ।
সমাবেশ শেষে উপজেলা যুব মহিলা লীগের ৫১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে নারগিছ আক্তারকে সভাপতি ও শাহনূর আক্তারকে সাধারণ সম্পাদকসহ ৮জনের নাম ঘোষণা করে আংশিক কমিটি গঠন করা হয়। আংশিক কমিটির অন্যরা হলেন সহসভাপতি হাসিনা বেগম, ঞোম্রাচিং মারমা, পারুল আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক নারগিস আক্তার, সাংগঠনিক সম্পাদক রাশেদা বেগম এবং প্রচার সম্পাদক হিসেবে আয়শা আক্তার।