মানিকছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার
মানিকছড়ি প্রতিনিধি:
মানিকছড়ি উপজেলা সদর আকাশপুরীস্থ হৃদি প্লাজার ৩য় তলার একটি কক্ষে সোমবার রাত সাড়ে ৯টায় পুলিশ ও নিরাপত্তাবাহিনী অভিযান চালিয়ে দেশি ও বিদেশি ২টি পিস্তল উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে সন্ত্রাসীর অবস্থান জানতে পেরে যৌথবাহিনী (পুলিশ ও নিরাপত্তাবাহিনী) উপজেলা সদর আকাশপুরীস্থ হৃদি প্লাজার ৩য় তলায় অভিযান পরিচালনা করলে যৌথবাহিনীর অবস্থান টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে পুলিশ ও নিরাপত্তাবাহিনী ওই এলাকায় জনচলাচল বন্ধ করে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। কিন্তু কাউকে আটক করতে পারেনি। তবে রুমের ভিতরে ইটের নিচে লুকিয়ে রাখা ১টি দেশি ও ১টি বিদেশি পিস্তল উদ্ধার করতে সক্ষম হয়।
সিন্দুকছড়ি জোন টুআইসি মেজর তৌহিদ সালাহ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।