parbattanews

মানিকছড়িতে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সন্ধানী

মানিকছড়ি প্রতিনিধি:

মানিকছড়ি উপজেলার বড়বিল গ্রামে হতদরিদ্রদের মাঝে শতিবস্ত্র বিতরণ করেছে ‘সন্ধানী’ চট্রগ্রাম মেডিকেল ইউনিট। বুধবার(৫ ডিসেম্বর) সকাল ১০টায় বড়বিল পাড়াস্থ এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করে।

তিনটহরী ইউপি সাবেক মেম্বার চহ্লাপ্রু মারমা সভাপত্বিতে ও যুব রেড ক্রিসেন্ট সোসাইটির মানিকছড়ি ইউনিটের যুব প্রধান চিংওয়ামং মারমামিন্টু’র সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সন্ধানী চট্রগ্রাম মেডিকেল ইউনিটের সহ-সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার নবীন, সহ-সভাপতি তাসনীম মারগুবা, আবরার সাকিব চৌধুরী, মো. ইফতেখার হোসেন, নিশাত মুম্মতারী, ফাহমিদা আক্তার প্রমুখ।

এ সময় সন্ধানী চট্রগ্রাম মেডিকেল কলেজের ইউনিটের সহ-সভাপতি বলেন, সন্ধানী ১৯৮২ সালে ১০ ডিসেম্বর প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বন্যাদূর্গতসহ যে কোন প্রাকৃতিক দূর্যোগে মানুষের সেবা করে যাচ্ছে এবং গরিব অসহায়দের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ ও স্বাস্থ্য সেবা প্রদান করে যাচ্ছে। এ বছর মানিকছড়ি উপজেলায় প্রথম শীতার্তদের মধ্যে ৭০ জনকে শীতবস্ত্র বিতরণ দিয়ে কার্যক্রম শুরু।

Exit mobile version