parbattanews

মানিকছড়িতে স্মরণীয় দাবদাহেও হার মানেনি পাহাড়ে বৈসাবি’ উৎসব

স্মরনীয় দাবদাহ উপেক্ষা করে পাহাড়ে বৈসাবি উদযাপনে পাড়া-মহল্লায় চলছে সাংগ্রাই, বিজু ও বৈসুর নানা আনুষ্ঠানিকতা। মহা ধুমধামে চলছে জলকেলী(পানি খেলা)বলী খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোমবার (১৭ এপ্রিল) সকালে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মানিকছড়ি গিরিমৈত্রী সরকারী ডিগ্রী কলেজ মাঠে, তিনটহরী, ধর্মঘর ও যোগ্যাছোলা এলাকায় সাংগ্রাই উৎসবে পানি খেলা, বলী খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

এতে অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন ও অতিরিক্ত পুলিশ সুপার (নারায়নগঞ্জ) চাইলাউ মারমা।

এদিকে সকাল সাড়ে ১০টায় যোগ্যাছোলা পশ্চিম পাড়া বিহার সংলগ্নে মাঠে মারমা সম্প্রদায়ের কিশোর-কিশোরী ও যুবক যুবতীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মৈত্রী জল বর্ষণ ও হা-ডুডু খেলা।

এ সময় বিকেল সাড়ে ৩টায় স্থানীয় ও বিভিন্ন এলাকা থেকে আগত ১২ জন বলীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী বলি খেলা।

এতে চ্যাম্পিয়ন হন সাথোয়াইপ্রু মারমা ও রানার্সআপ হয়েছেন ইথোয়াই মারমা।

পরে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।

উপজেলা কার্বারী এসোসিয়েশনের সভাপতি ক্যজাই মারমার সভাপতিত্ব ও মারমা উন্নয়ন সংসদ’র সভাপতি অংশেপ্রু মারমা অংশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ইউনিয় যুবলীগ সভাপতি নুরুল আফছার শামীম, ইউপি সদস্য মো. তৈয়ব আলী প্রমুখ।

দিনব্যাপী নানা অনুষ্ঠানে পাবর্ত্য চট্টগ্রাম ও বিভিন্ন উপজেলার হাজারও মানুষের সমাগম ঘটে। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপ্ত হয় দিনব্যাপী অনুষ্ঠান।

Exit mobile version