parbattanews

মানিকছড়িতে ৪ লাখ টাকামূল্যের কাঠ জব্দ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম এলাকায় বুধবার (১ জানুয়ারি) রাতে সেনাবাহিনী ও বনবিভাগের যৌথ অভিযানে ৪ লাখ টাকার সেগুন ও গামারি গোল কাঠ জব্দ করা হয়েছে।

গাড়িটানা বনবিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার তিনটহরী ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় অবৈধভাবে পাচারের উদ্দেশ্য বিপুল পরিমাণ কাঠ স্তুপের গোয়েন্দা তথ্যে বুধবার রাত সাড়ে ১১টায় অভিযান পরিচালনা করেন মানিকছড়ি সাব জোন কমান্ডার লে. মোহাম্মদ মাহাবুল বারীর নেতৃত্বে একদল সেনাবাহিনী সদস্য ও গাড়িটানা বনবিভাগের একদল জনবল। এ সময় সেগুন ও গামারির ৩৬০ ঘণফুট কাঠ পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪লাখ টাকা।

খাগড়াছড়ি বনবিভাগের গাড়িটানা রেঞ্জের বন কর্মকর্তা উহ্লামং চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ কাঠের বিষয়ে বন আইনে মামলার প্রস্তুতি চলছে।

Exit mobile version