parbattanews

মানিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ : বিক্ষোভ সমাবেশ

মানিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আরাফাত আল হোসাইন এর বিরুদ্ধে নতুন ভোটার হালনাগাদ, ভোটার নাম, বয়স সংশোধন, ভোটার স্থানান্তরহ নানা বিষয়ে সাধারণ মানুষকে হয়রানী এবং জনপ্রতিনিধি ও শিক্ষকে নাজেহাল করার অভিযোগ উঠেছে।

তাঁর এ সব অনিয়মের প্রতিবাদে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শত শত ভুক্তভুগী সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাচন অফিস ঘেরাও করে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে নানা শ্লোগান দিতে থাকেন।

পরিস্থির নিয়ন্ত্রাণে রাখতে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যানরা এগিয়ে এসে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযুক্ত কর্মকর্তাকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদের কার্যালয়ে জরুরী বৈঠকে বসেন।

তবে অভিযুক্ত কর্মকর্তা মোঃ আরাফাত আল হোসাইন নির্বাচন অফিস সংশ্লিষ্ট কাজে মানুষজনকে হয়রানির বিষয়টি অস্বীকার করেন। এ রির্পোট লেখা পর্যন্ত বিক্ষোভ মিছিল ও বৈঠক চলছে।

Exit mobile version