parbattanews

মানুষের নিরাপত্তা উন্নয়নে কাজ করছে রুমা জোন: রিজিয়ন কমান্ডার

বান্দরবানের রুমায় শাশ্বত সাতাশ এর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান

বান্দরবান ৬৯ পদাতিক ডিভিশনের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো: শাহিদুল এমরান, এএফডব্লিউসি, পিএসসি বলেছেন- ‘এলাকার শান্তি, শৃঙ্খলার উন্নয়নে শাশ্বত সাতাশ রুমা জোন প্রশংসনীয় কাজ করছে। তারা আগামীতে সাধারণ মানুষের নিরাপত্তা উন্নয়নে আরো ভাল কাজ করবে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে জেলার রুমা উপজেলায় সেনা জোনের উদ্যেগে সম্প্রীতিতে শাশ্বত সাতাশ ৪৪তম এর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

পরে স্থানীয় ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও সেনাবাহিনীর মধ্যে সম্প্রীতি স্থাপনের দৃষ্টান্তের অংশ হিসেবে রুমা উপজেলার বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে এক প্রীতি ভোজে অংশ নেন রিজিয়ন কমান্ডার। প্রীতি ভোজের পর শিক্ষার্থীদের মাঝে নানা উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রুমা ৯ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ইয়াছিন চৌধুরী, মেজর জোবায়ের শফিক পিএসসি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি উহ্লা চিং মারমা, জেলা পরিষদ সদস্য জুয়েল বম, উপজেলা ভাইস চেয়ারম্যান থাংখাম লিয়ান বম, মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা, পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা প্রমুখ।

বিকেলে রুমা জোনের মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যায় স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের শিল্পীগোষ্ঠী ও সেনাবাহিনীর যৌথ পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Exit mobile version