parbattanews

মানুষের মুখে মাস্ক তুলতে পেরেছি এটাই প্রশাসনের স্বার্থকতা: ইউএনও মুনতাসির

রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে লকডাউন এর তৃতীয় দিনে প্রশাসনের প্রচার প্রচারনা এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার (৭ এপ্রিল) সকাল ৯.৩০টা হতে ১১টা পর্যন্ত কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও নির্বাহী অফিসার মুনতাসির জাহান সাপ্তাহিক হাট বড়ইছড়ি বাজার এবং কাপ্তাই সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। সরকারি নির্দেশ অমান্য করে সড়কে গাড়ি চলাচল, অপ্রয়োজনীয় দোকানপাট খোলা রাখার অভিযোগে সড়ক পরিবহন আইনের ২০১৮ ধারায় ৪টি মামলায় ২ হাজার টাকা এবং দণ্ডবিধির ১৮৬০ এর ৭টি মামলায় ১ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করে।

ইউএনও মুনতাসির জাহান বলেন, মানুষের মুখে মাস্ক তুলতে পেরেছি এটাই প্রশাসনের স্বার্থকতা।

তিনি জনগণকে সার্বক্ষনিক মাস্ক পড়ে চলাচল এবং অপ্রয়োজনীয় ঘুরাফেরা না করার অনুরোধ জানান।

Exit mobile version