parbattanews

পানছড়ির জিয়ানগরে গরীব মানুষের মুষ্ঠি চালে নির্মিত হচ্ছে মসজিদ : স্বেচ্ছাশ্রমে এলাকাবাসী

পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউপির জিয়ানগর গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমেই চলছে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ। সোমবার (৭ ডিসেম্বর) ফজরের নামাজের পর পরই গ্রামের আবাল-বৃদ্ধ-বনিতারা ছুটে আসে স্বেচ্ছাশ্রমে। প্রায় তিন শতাধিক মানুষ মুহুর্তের মধ্যে লেগে পড়ে যার যার কাজে। বালিটানা, পানিটানা, কংকর ভিজানো, সিমেন্ট-বালি মিশিয়ে মশলা বানানো শেষে ছাদে পৌঁছে দেয়ার মতো কাজ করে তারা পানছড়িতে সৃষ্টি করেছে বিরল দৃষ্টান্ত।

পানছড়ি জিয়ানগর বায়তুল জান্নাত জামে মসজিদের এমন স্বেচ্ছাশ্রম দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছে উৎসুক জনতা। সবাই তাদের প্রশংসায় পঞ্চমুখ। কাজে ব্যস্ততার ফাঁকে পানছড়ির দু’কৃতি ফুটবলার জসিম, কাউসার, ইউপি সদস্য আবুল হাশেম হাসু, সাবেক ইউপি সদস্য আবুল হাশেম, মসজিদ কমিটির সভাপতি আবদুছ ছালাম জানান, গ্রামবাসীরা নিজেরাই আজকের দিনটিকে ধর্মীয় কাজে বিলিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। তবে ছাদ ঢালাই শেষ হলে আরো অনেক কাজ বাকী থাকবে।

তারা জানান, এলাকার গরীব মানুষের মুষ্ঠি চালে নির্মিত হচ্ছে মসজিদ। বাকী কাজ শেষ করতে হয়তো আর্থিক সমস্যার কারণে বিলম্ব ঘটতে পারে। যারা এরি মাঝে আর্থিক সহযোগিতা দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানালেন তারা।

Exit mobile version