মাভাবিপ্রবি সাহিত্য সংসদের নতুন কমিটি ঘোষণা: সভাপতি তানজীম, সম্পাদক ফারুক

fec-image

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সাহিত্য সংসদের ২০২৪-২৫ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রসায়ন বিভাগের তানজিমুর রহমান তানভীরকে সভাপতি ও সিপিএস বিভাগের মোহাম্মদুল্লাহ ফারুক মিয়াকে সাধারণ সম্পাদককে নির্বাচিত করা হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা ও সাবেকদের উপদেষ্টা করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:

সহ-সভাপতি সাদেক তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুর রহমান, নাসিমুল হাসান জিসান, ও মাহবুবা নাসরিন, সাংগঠনিক সম্পাদক অভিষেক চৌধুরী সজীব, রবিউল ইসলাম, মেহেদী হাসান সজীব ও পল্লবী রানী দাস, প্রচার সম্পাদক মো. সাহেদ, উপপ্রচার সম্পাদক জাহিদুল ইসলাম ও বায়েজিদ হাসাম, অর্থ সম্পাদক নূর-ই-তাবাস্সুম, দপ্তর সম্পাদক আনজুমান আরেফিন মীম, প্রোগ্রাম ও কর্মসূচি বিষয়ক সম্পাদক মো. কারিম হোসেন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক উৎস মজুমদার ও জুলি দেওয়ান, গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান আশা ও জোয়ারিয়া হাসান।

সভাপতি তানজিমুর রহমান তানভীর বলেন, “সাহিত্য সংসদ এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে প্রতিটি সদস্য মুক্ত চিন্তা প্রকাশের সুযোগ পায়। পারস্পরিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে বুদ্ধিবৃত্তিক জ্ঞানকে সমৃদ্ধ করার পথ তৈরি হয় এখানে। সুপ্ত প্রতিভা ও সৃষ্টিশীলতাকে জাগ্রত করে প্রকাশ করার জন্য সাহিত্য সংসদ হতে পারে একটি শক্তিশালী মাধ্যম। জ্ঞানকে সর্বত্র মুক্তভাবে বিচরণের সুযোগ দেওয়া এবং সৃষ্টিশীলতার বিকাশ ঘটানোই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য।”

সাধারণ সম্পাদক মোহাম্মদুল্লাহ ফারুক মিয়া বলেন, “সাহিত্য সংসদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে আমার নতুন এক যাত্রার সূচনা হলো। আমি গভীরভাবে বিশ্বাস করি, সাহিত্য ও সংস্কৃতির চর্চা তখনই প্রাণবন্ত হয়ে ওঠে, যখন সকলে সক্রিয়ভাবে এতে অংশগ্রহণ করে। পূর্ববর্তী কমিটিগুলো যে দৃঢ় ভিত্তি তৈরি করে দিয়ে গেছে, আমরা সেই ভিত্তির উপর দাঁড়িয়ে নতুন কিছু সৃষ্টির স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই। তাদের দেখানো পথ অনুসরণ করেই আমরা নতুন উদ্যমে সাহিত্য সংসদের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করব। এই যাত্রায় সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া আমাদের জন্য অপরিহার্য।”

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন