parbattanews

মারমেইড বিচ রিসোর্ট পরিদর্শনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান স্ব-স্ত্রীক কক্সবাজার সফরকালে মারমেইড বিচ রিসোর্ট পরির্দশন করেন। কক্সবাজারের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করতে আসা মুখ্য সচিবকে অভ্যর্থনা জানান কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন এবং মারমেইড ইকো ট্যুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল হক চৌধুরী সোহাগ।

পরির্দশকালে মুখ্য সচিব দেশের ইকো ট্যুরিজম বা পরিবেশ বান্ধব পর্যটনের বিকাশে মারমেইড ইকো ট্যুরিজম লিমিটেডের ভূমিকার প্রশংসা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মাইনুল্লাহ চৌধুরী, মারমেইড ইকো ট্যুরিজম লিমিটেডের পরিচালক সামিহা আলম চৌধুরী বৃষ্টি এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

মুখ্য সচিব মারমেইড বিচ রিসোর্টে অধুনা স্থাপিত ১৫ ফুট দৈর্ঘ্যের ‘বঙ্গবন্ধুর শৈল্পিক মন ও আত্মিক শক্তির উদযাপন’ শীর্ষক সুবিশাল চিত্রকর্ম পরিদর্শন করেন। তিনি এ ধরণের একটি ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ার জন্য মারমেইড পরিবারকে ধন্যবাদ জানান।

Exit mobile version