মারিশ্যা-দীঘিনালা সংযোগ সড়কে পাহাড় ধস : যান চলাচল বন্ধ

fec-image

রাঙামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলায় মারিশ্যা- দীঘিনালা সংযোগ সড়কে পাহাড় ধসে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার পাহাড় ধসের ঘটনায় প্রায় দুই কিলোমিটার সড়ক জুড়ে যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা বলছেন, বৃষ্টিপাত হওয়ার কারণে পুরো একমাস ধরে মারিশ্যা- দীঘিনালা সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটছে এবং সড়ক যোগাযোগ বিছিন্ন হচ্ছে। এজন্য তারা সড়ক যোগাযোগ উন্নয়নে স্থানীয় প্রশাসনের সহযোগিত কামনা করেন।

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শরিফুল ইসলাম বলেন, আমি খোঁজ নিচ্ছি এবং খাগড়াছড়ি সড়ক বিভাগের সাথে কথা বলবো এখনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দীঘিনালা, পাহাড় ধস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন