মার্কিন নির্বাচন: হাডাহাড্ডি লড়াই, এগিয়ে ট্রাম্প
আমেরিকানরা যেভাবেই ভোট দেন না কেন, দেশটির স্থানীয় সময় মঙ্গলবার তৈরি হবে এক ইতিহাস। ভোটাররা হয় এমন একজন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন যিনি দেশের ইতিহাসে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরবেন অথবা এমন একজনকে যিনি দেশের প্রথম নারী প্রেসিডেন্ট হবেন।
ব্যাটেলগ্রাউন্ড অঙ্গরাজ্য নর্থ ক্যারোলিনায় জিতলেন ট্রাম্প
প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের জন্য যুক্তরাষ্ট্রের যে সাতটি অঙ্গরাজ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তার অন্যতম হচ্ছে নর্থ ক্যারলিনা। আর সেখানেই রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন।
নর্থ ক্যারোলাইনায় জয়ের পর ট্রাম্পের ইলেক্টরাল ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৩০টিতে।
অন্যদিকে ডেমোক্র্যাট দলের প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ওরেগন অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন। মার্কিন এই অঙ্গরাজ্যটিতে তার জয় প্রত্যাশিতই ছিল। এর ফলে তার ইলেক্টরাল ভোটের সংখ্যা দাঁড়াল ১৮৭টিতে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোটগণনা। এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল থেকে শুরু হয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।
ফলাফলের সর্বশেষ আপডেট অনুযায়ী নিউইয়র্কে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস। অন্যদিকে টেক্সাসে বিজয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
মূলত জনসংখ্যার দিক থেকে বড় কয়েকটি অঙ্গরাজ্য থেকে পাওয়া ফলাফলে এখনো কোনও অপ্রত্যাশিত ফল পাওয়া যায়নি।
ফ্লোরিডায় ট্রাম্প এবং ম্যাসাচুসেটসে জয়ী কমালা হ্যারিস
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের পর ধীরে ধীরে ফলাফল আসতে শুরু করছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো অঙ্গরাজ্য-ভিত্তিক ফলাফল ঘোষণা করছে।
ফলাফলের সর্বশেষ আপডেট অনুযায়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় এবং ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস ম্যাসাচুসেটসে জয়ী হয়েছেন।
এর মাধ্যমে ভোট গণনার শুরু দিকের এই ফলাফলের পর ট্রাম্প এখন পর্যন্ত ৯৫টি এবং হ্যারিস ৩৫টি ইলেক্টরাল ভোট পেলেন।
পশ্চিম ভার্জিনিয়ায় ট্রাম্পের জয়
কেন্টাকি ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে জয়ের পর পশ্চিম ভার্জিনিয়াতেও জিতেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে করে তার ইলেক্টোরাল ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ এ।
কেন্টাকি-ইন্ডিয়ানায় ট্রাম্প, ভার্মন্টে কমালার জয়
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আসা শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) দেশটিতে প্রেসিডেন্ট, সিনেট ও হাউজ অব রিপ্রেজেনটেটিভসহ অন্যান্যা নির্বাচন হয়।