মার্কিন ভিসা জটিল হচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীদের

fec-image

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্নের গন্তব্য। বিশ্বমানের বিশ্ববিদ্যালয় ও উন্নত শিক্ষাব্যবস্থার কারণে সেখানে পড়াশোনা অনেকের সফল ভবিষ্যতের চাবিকাঠি।

বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাস ২০২৪ সালের ১৮ নভেম্বর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। বর্তমানে দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭,০০০–এরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি রয়েছে। ২০২২–২০২৩ শিক্ষাবর্ষের তুলনায় এই সংখ্যা ২৬ শতাংশ বেড়েছে, যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ।

এর ফলে বাংলাদেশ মাত্র এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থী পাঠানো দেশের তালিকায় ১৩তম স্থান থেকে ৮ম স্থানে উঠে এসেছে। গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ২৫০ শতাংশের বেশি বেড়ে ২০১৩–২০১৪ শিক্ষাবর্ষের ৪,৮০২ থেকে ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষে দাঁড়িয়েছে ১৭,০৯৯ জনে।

কিন্তু সম্প্রতি আবেদনকারী শিক্ষার্থী ও অনুমোদিত স্টুডেন্ট কনসালটেন্সি প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ভিসা হঠাৎ করে বাতিল করা হচ্ছে— যা উচ্চশিক্ষার সুযোগকে বাধাগ্রস্ত করছে।

সোমবার (২ জুন) যুক্তরাষ্ট্র বাংলাদেশিসহ সব আন্তর্জাতিক শিক্ষার্থীকে সতর্ক করেছে। তারা বলেছে, যদি ভিসার নিয়ম না মানা হয়, তাহলে ভিসা বাতিল হতে পারে। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিছু কর্মকাণ্ডের তালিকা দিয়েছে, যেগুলো করলে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।

কোনো শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থাকলে, পড়াশোনা ছেড়ে দিলে, অথবা তার প্রতিষ্ঠানকে না জানিয়ে প্রোগ্রাম থেকে বেরিয়ে গেলে তার ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার যোগ্যতাও তিনি হারাতে পারেন বলে বার্তায় জানায় হয়েছে। দূতাবাস শিক্ষার্থীদের প্রতি ভিসার শর্ত মেনে চলতে অনুরোধ জানিয়েছে এবং শিক্ষার্থী হিসেবে অবস্থান বজায় রাখুন যেন কোনো সমস্যা না হয়।

বাংলানিউজ জানতে চেয়েছিল—বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের কোনো ঘটনার খবর কি যুক্তরাষ্ট্রের কাছে আছে কি না, বা এ বিষয়ে কোনো তথ্য আছে কি না। জবাবে দূতাবাসের ভারপ্রাপ্ত তথ্য কর্মকর্তা আশা সি বেহ বলেন, একক কারো ভিসা সংক্রান্ত বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।

যুক্তরাষ্ট্র সরকারের এই সতর্কবার্তা এসেছে এমন এক সময়ে, যখন বিশ্বজুড়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আচরণ, উপস্থিতি ও একাডেমিক নিয়ম মানা নিয়ে কড়াকড়ি নজরদারি চালাচ্ছে দেশটি। নিয়ম না মানলে ভবিষ্যতে মার্কিন ভিসা পাওয়ার সুযোগও নষ্ট হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে দূতাবাস।

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা অনুমোদনের হার কমে যাওয়ার বিষয়ে প্রশ্ন করলে দূতাবাসের কর্মকর্তা বলেন, ভিসার আবেদনগুলো আলাদা আলাদা ক্ষেত্রে বিচার করা হয়। যখন কেউ ভিসার জন্য আবেদন করেন, তখন কনস্যুলার অফিসার ওই ব্যক্তির তথ্য দেখে সিদ্ধান্ত নেন তিনি মার্কিন আইনের অধীন সেই ভিসার যোগ্য কি না।

‘প্রতিটি ভিসা অনুমোদনের সিদ্ধান্তই জাতীয় নিরাপত্তাবিষয়ক সিদ্ধান্ত। ভিসা পাওয়া একটি অধিকার নয়, এটি একটি সুবিধা। মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া প্রত্যেক সম্ভাব্য যাত্রীর নিরাপত্তা যাচাই-বাছাই বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে করা হয়। যারা মার্কিন জাতীয় নিরাপত্তা বা জনসুরক্ষায় ঝুঁকি সৃষ্টি করতে পারে, তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়, যা দেশীয় নাগরিকদের সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছরগুলোর তুলনায় ভিসা অনুমোদনের হার কমে গেছে,’ যোগ করেন আশা সি. বেহ।

দূতাবাসের কর্মকর্তা আরও তথ্যের জন্য ওয়েবসাইটে https://travel.state.gov/content/travel/en/us-visas/study/student-visa.html ভিজিট করার অনুরোধ জানিয়েছেন।

সূত্র : বাংলানিউজ

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মার্কিন ভিসা. বাংলাদেশি, শিক্ষার্থীদের
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন