parbattanews

মাষ্টার নেছার আহমদ স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন

pic-11-1-2017
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া উপজেলা পরিষদের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারী রাত ৮ টায় উপজেলা চত্বরে পেকুয় স্পোটিং ক্লাব বনাম মাষ্টার নেছার আহমদ স্মৃতি সংসদ এর অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত পয়েন্টে প্রথম পর্বের খেলায় পেকুয়া স্পোটিং ক্লাব ১১, মাষ্টার নেছার আহমদ স্মৃতি সংসদ ১৫  পয়েন্ট লাভ করে। পরে ২য় পর্বের খেলায় পেকুয়া স্পোটিং ক্লাব ১৪, মাষ্টার নেছার আহমদ স্মৃতি সংসদ ১৭ পয়েন্ট লাভ করে। পেকুয়া স্পোটিং ক্লাবের চেয়ে মাষ্টার নেছার আহমদ স্মৃতি সংসদ ৭ পয়েন্ট বেশি পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরীর সভাপতিত্বে ও পেকুয়া প্রেস ক্লাবের নিবার্হী সদস্য এম জুবাইদের পরিচালনায় পুরস্কার বিতরণ হয়।

খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা শাফায়েত আজিজ রাজু। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাফুজুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক এ এম শাহজাহান, উপজেলা প্রাথমিকশিক্ষক সমিতির সভাপতি হানিফ চৌধুরী, টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌং, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম, পেকুয়া সদর ইউপির প্যানেল চেয়ারম্যান শাহনেওয়াজ আজাদ, টইটং ইউপির প্যানেল চেয়ারম্যান সাহাব উদ্দিনসহ সাবেকগুলদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুল হক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

খেলা পরিচালনা করেন মো. মজিবুল হক চৌং, ডা. শামীম, মাষ্টার খাইরুল কামাল, কুন্ডু বিশ্বাস, শাহজাহান। খেলা পরিচালনা কমিটির পক্ষে ছিলেন রেজাউল করিম মুন্না, হাসান মুরাদ।   পরে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু অন্যান্য অতিথিদের নিয়ে চ্যাম্পিয়ন ট্রপি ও রার্নাস আপ ট্রপি এবং বিভিন্ন খেলায় ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন। খেলায় ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয় মাষ্টার নেছার আহমদ স্মৃতি সংসদের খেলোয়াড় আসাহাদুল করিম জিহাদ। ভালো খেলা উপহার দেওয়ার জন্য পেকুয়া ক্রীড়া সংস্থার পক্ষ থেকে উভয় দলের খেলোয়াড়দের হাতে ব্যাডমিন্টন খেলার ব্যাড পুরস্কার দেওয়া হয়।

Exit mobile version