parbattanews

মাহে রমজান মানুষে মানুষে ঐক্য ও ভাতৃত্ববোধ সৃষ্টি করে


নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা :

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্য দিয়ে সামরিক-বেসামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, নির্বাচিত জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২জুন) মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল জাবেদ সুলতান, বিজিবিএমএস। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি,এম মশিউর রহমান ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন।

ইফতার মাহফিলে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম কাউছার হোসেন, ৪০ বিজিবির পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল মো. খালিদ আহমেদ পিএসসি, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল কাজী শামশের উদ্দিন পিএসসি, বিজিবির গুইমারা সেক্টরের জিটু মেজর মো. হামিদুর রহমান, ৪৩ বিজিবির যামিনীপাড়া জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো. শামছুল হক, মাটিরাঙ্গা পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজু, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি মো. হারুনুর রশীদ ফরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে গুইমারা বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল জাবেদ সুলতান, বিজিবিএমএস বলেন, রমজান মানুষে মানুষে বিভেদের পরিবর্তে সহমর্মিতা ও ভাতৃত্ববোধের শিক্ষা দেয়। তিনি সকলকে শান্তিপুর্ণ সহাবস্থানের আহবান জানিয়ে বলেন, মানুষে মানুষে বিভেদ নয়, ঐক্য ও ভাতৃত্ববোধ সৃষ্টি করতে হবে। তবেই রমজানের স্বার্থকতা পাওয়া যাবে।

এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি গুইমারা বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল জাবেদ সুলতান, বিজিবিএমএস সহ আমন্ত্রিত অতিথিগণ অনুষ্ঠানস্থলে আসলে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি,এম মশিউর রহমান, উপজেলা প্রকৌশলী মো: আনোয়ারুল হক তাদেরকে স্বাগত জানান।

ইফতার পূর্ব দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা হারুন অর রশীদ।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি গুইমারা বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল জাবেদ সুলতান বিজিবিএমএস পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসেনর অধীন মাটিরাঙ্গা ইসলামিয়া এতিমখানার শিক্ষার্থীদের মাঝে জামাকাপড় বিতরণ করেন।

Exit mobile version