মাটিরাঙ্গায় আ.লীগের বিক্ষোভ মিছিল

দেশব্যাপী বিএনপি-জামায়াতে নৈরাজ্য সৃষ্টি ও ঢাকায় পুলিশের উপর হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামীলীগ।
শনিবার (২৮ অক্টোবর) বিকালে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সকল সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
এসময় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সুবাস চাকমার সভপতিত্বে বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সবাইকে ঐত্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এসময় উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।