মাটিরাঙ্গায় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এগিয়ে মাদরাসা শিক্ষার্থীরা


চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার গড় পাশের হারে সাধারণ শিক্ষা বোর্ড এগিয়ে থাকলেও খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এগিয়ে রয়েছে মাদরাসার শিক্ষার্থীরা।
দেশে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৮৮ দশমিক ১০। আর মাদরাসা শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ।
এবার মাটিরাঙ্গায় এসএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলার ১০টি স্কুলের ১৫২০ জন শিক্ষার্থীর মধ্য থেকে পাস করেছেন ১০১৯ জন। স্কুল, মাদরাসা ও ভোকেশনাল পর্যায়ে মোট ৩৯ জন জিপিএ-৫ পেয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১২৭ জন পরীক্ষার্থীর মধ্য থেকে পাস করেছেন ৯৪ জন, জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন, পাসের হার ৭৪.০১%। তবলছড়ি কদমতলী উচ্চ বিদ্যালয়ের ৩৩৪ জন পরীক্ষার্থীর মধ্য থেকে পাস করেছেন ২২৬ জন, জিপিএ-৫ নয়জন, পাসের হার ৬৮.৮৯%। গোমতী বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের ২৫১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৪৯ জন, পাসের হার ৫৯.৩৬%। শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের ১২৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭৫ জন, জিপিএ-৫ পেয়েছেন তিনজন, পাসের হার ৫৯.০৬%।
আমতলী উচ্চ বিদ্যালয়ের ১৩২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশে করেছেন ৮৬ জন, পাসের হার ৬৫.১৫%। তাইন্দং উচ্চ বিদ্যালয়ের ১৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭০ জন পাস করেছেন, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন, পাসের হার ৮৫.৮৬%। মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭ জন পাস করেছেন, জিপিএ-৫ পেয়েছেন একজন, পাসের হার ৬৪.৭৮%। খেদাছড়া উচ্চ বিদ্যালয়ের ৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪৫ জন, জিপিএ-৫ পেয়েছেন একজন, পাসের হার ৫৯.২১%। মাটিরাঙ্গা মিউনিসিপাল মডেল উচ্চ বিদ্যালয়ের ১১৯ জন পরীক্ষার্থীর মধ্য পাস করেছেন ৮৭ জন, জিপিএ-৫ পেয়েছেন একজন, পাসের হার ৭৩.১১%। আলুটিল বটতলী উচ্চ বিদ্যালয়ের ৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩০ জন, পাসের হার ৬৭.০৩%। উপজেলার ১০টি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ৩১ জন, পাসের হার ৬৭.০৩%।
এদিকে উপজেলার পাঁচটি মাদরাসার মধ্যে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮ জন পাস করেছেন, জিপিএ-৫ পেয়েছেন তিনজন, পাসের হার ৯৬%। তবলছড়ি ইসলামিয়া আলিম মাদরাসার ৪৪ জন পরীক্ষার্থীর মধ্য পাস করেছেন ৪৩ জন, পাসের হার ৯৭.৭২%। তাইন্দং মোহাম্মদীয় দাখিল মাদরাসারা ৪৯ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন, জিপিএ-৫ পেয়েছেন চারজন। খেদাছড়া ইসলামিয়া দাখিল মাদরাসার আটজনের সবাই পাস করেছেন। গোমতী পশ্চিমপাড়া দাখিল মাদরাসার ১৭ জনের সবাই পাস করেছেন। মাদরাসা পর্যায়ে পাসের হার ৯৭.৪৮%।
মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এবং শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের দুইটি ভোকেশনাল প্রতিষ্ঠানে একজন জিপিএ-৫ সহ পাসের হার ৮২.৪০%।