parbattanews

মা‌টিরাঙ্গায় ‘ক‌মিউ‌নি‌টি পু‌লি‌শিং দিবস’ উদযা‌পিত

“ক‌মি‌উ‌নি‌টি পু‌লি‌শের মূলমন্ত্র, শা‌ন্তি-শৃঙ্খলা সর্বত্র” এ প্রতিপাধ‌্যকে সাম‌নে রে‌খে নানা আ‌য়োজ‌নে খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় উদযা‌পিত হ‌য়ে‌ছে ক‌মিউ‌নি‌টি পু‌লি‌শিং দিবস-২০২২‌।

এ উপল‌ক্ষে মা‌টিরাঙ্গা থানার আ‌য়োজ‌নে শ‌নিবার (২৯ অ‌ক্টোবর) সকা‌লে এক বর্ণাঢ‌্য শোভাযাত্রা ও আলোচনা সভার আ‌য়োজন কারা হয়। সকাল সা‌ড়ে ১০টায় মা‌টিরাঙ্গা পৌরসভা চত্বরে বেলুন উড়া‌নোর মধ‌্য দি‌য়ে দিব‌সের কর্মসূচির সূচনা কার হয়। মা‌টিরাঙ্গা পৌরসভা চত্বর থে‌কে‌ শোভাযাত্রা বের হ‌য়ে প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে মা‌টিরাঙ্গা থানা চত্ব‌রে এ‌সে শেষ হয়। শোভাযাত্রা শে‌ষে মা‌টিরাঙ্গা থানা হলরু‌মে এক আ‌লোচনা সভার আ‌য়োজ‌ন করা হয়।

উক্ত আ‌লোচনা সভায় সভাপ‌তি হি‌সে‌বে স্বাগত বক্তব‌্য রা‌খেন মা‌টিরাঙ্গা অ‌ফিসার ইনচার্জ (অ‌সি ) মুহাম্মদ আলী। এসময় অন‌্যান‌্যদের ম‌ধ্যে মা‌টিরাঙ্গা সা‌র্কেল সহকা‌রী পু‌লিশ সুপার মিজানুর রহমান , মা‌টিরাঙ্গা উপ‌জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান র‌ফিকুল ইসলাম , সা‌বেক মু‌ক্তিযোদ্ধা জেলা কমান্ডার রইচ উ‌দ্দিন, মা‌টিরাঙ্গা উপ‌জেলা ছাত্রলীগ সভাপ‌তি তস‌লিম উদ্দিন রু‌বেল, মু‌ক্তি‌যোদ্ধা সংসদ সন্তান কমা‌ন্ডের জেলা সভাপ‌তি হারুন মিয়া, গুম‌তি ইউ‌পি‌ চেয়ারম‌্যান তোফাজ্জল হো‌সেন, প্রেসক্লাব সভাপ‌তি এমএম জাহাঙ্গীর আলম, মা‌টিরাঙ্গ কেন্দ্রীয় জা‌মে মস‌জি‌দের ইমাম হারুন রশিদ, মা‌টিরাঙ্গা ডিগ্রি ক‌লে‌জের অধ‌্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা, উপ‌জেলা ভাইস চেয়ারম‌্যান আ‌নিসুজ্জামান ডা‌লিম বক্তব‌্য রা‌খেন।

মাটিরাঙ্গায় মাদক নির্মূল ও চোরাচালান বন্ধে প্রয়োজনীয় পদ‌ক্ষেপ গ্রহণ এবং সমা‌জের অ‌নৈ‌তিক কার্যকলাপ ব‌ন্ধে মাটিরাঙ্গা থানা পুলিশ সক্রিয় রয়েছে। পুলিশ‌কে সহ‌যো‌গিতা কর‌তে সর্বস্ত‌রের জনগ‌নের প্রতি আহ্বান জানি‌য়ে বক্তারা ব‌লেন, এ ব্যাপারে পুলিশকে সহযোগিতা করতে হবে।পরস্পর সহ‌যো‌গিতার ভি‌ত্তি‌তে সমাজ ও দেশ থে‌কে নী‌তি ব‌হির্ভূত কার্যকলাপ গুলো নির্মূল করা সম্ভব।

এছাড়াও তবলছ‌ড়ি ইউ‌পি চেয়ারম‌্যান আবুল কা‌শেম ভুইয়া, বেলছ‌ড়ি ইউ‌পি চেয়ারম‌্যান রহমত উল্লাহ, তবলছড়ি পুলিশ ফ‌াঁড়ির ইচার্জ ম‌নির হো‌সেন, মা‌টিরাঙ্গা ট্রা‌ফিক বিভা‌গের প‌দির্শক (টিআই) জয়নাল আবেদিন, মা‌টিরাঙ্গা থানা প‌রিদর্শক (তদন্ত) আমজাদ হো‌সেন, মা‌টিরাঙ্গা বাজার ব‌্যবসী স‌মি‌তির সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ নানা শ্রেণি-পেশার লোক জন উপ‌স্থিত ছি‌লেন।

Exit mobile version