মাটিরাঙ্গায় গাঁজাসহ যুবক আটক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গাঁজাসহ মো. মনির হোসেন রাজ (২৭) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোমতি ইউনিয়নের ৬নং ওয়ার্ড বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। আটকৃত মনির একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড চেয়ারম্যানপাড়ার মো. জামাল হোসেনের ছেলে।
জানা যায়, মাটিরাঙ্গা থানার এসআই বরকত উল্যাহর নেতৃত্বে মাদক দ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করে ৫ শত ৫০ গ্রাম গাঁজাসহ মনির হোসেনকে আটক করা হয়েছে।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. জাকারিয়া ঘটনার সত্যতা যাচাই করে বলেন, আটককৃত মাদক কারবারী মনিরের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।
ঘটনাপ্রবাহ: আটক, গাঁজা, মাটিরাঙ্গা
Facebook Comment