মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাননাশের হুমকি প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙ্গা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
সোমবার (২২ মে) বিকাল ৫টায় উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়ে।
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীগ সভাপতি এম হুমায়ুন মোরশেদ খানের নেতৃত্বে মিছিলটি মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করা হয়।
সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাকে অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগসহ সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, সুবাস চাকমা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ভুঁইয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি হারুন অর রশিদ ফরাজি ছাড়াও উপজেলা ও পৌর আওয়ামী লীগের সকল সহযোগি সংগঠনের নেতা কর্মীগন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহন করেন।